এস.এম দুর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছেন স্থানীয় প্রশাসন।
শুক্রবার(২৩ ফেব্রুয়ারী)সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার এমসি বাজার ও জৈনা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়।মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে দখলকৃত গড়ে ওঠা অবৈধ স্থাপনা দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এই অভিযানের নেতৃত্ব দেন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন।তাঁর সঙ্গে ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন,গাজীপুর সড়ক জনপদ বিভাগ ও হাইওয়ে পুলিশ।শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)শামীমা ইয়াসমিন জানান,দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ গাড়ি পার্কিংসহ দোকানপাট গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল।মহাসড়ক যানজটমুক্ত রাখতে উচ্ছেদ চালানো হয়।যানজট মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com