এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
গোঁয়াখালীতে দৈনিক ভোরের কাগজ ও দৈনিক রূপসীগ্রামের পেকুয়ার কর্মরত উপজেলা প্রতিনিধি শাখাওয়াত হোসাইন সুজনের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন দ্রব্যাদি নিয়ে যায়। ২৩ ফেব্রুয়ারী দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ দিকে বাসায় চুরির ঘটনায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত এজাহার পাঠানো হয়েছে।
২৪ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজন বাদী হয়ে এ এজাহারটি পেকুয়া থানায় দায়ের করা হয়। সুত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালীতে সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজনের বসতবাড়িতে চোরের দল হানা দেয়। বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভিতরে প্রবেশ করে।
পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লি: এর সাধারন সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হোসাইন সুজন জানান, আমার বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। বাড়ির সামনের দরজায় তালা ছিল। বিল্ডিং বাড়ির ছাদ থেকে রড কেটে এনে তালাটি ভেঙ্গে ফেলে। তারা বাড়ির বৈদ্যুতিক বাল্বগুলি বিনষ্ট করে। এরপর হুক লাগিয়ে আমাদেরকে কক্ষের ভিতরে আটকিয়ে রাখে। তারা আমার এক অসহায় বোনের জমানো ১ লক্ষ ৪২ হাজার টাকা, ৮ আনা ও ৪ আনা ওজনের দুই জোড়া কানফুলসহ স্বর্ণালংকার, বাড়ির দামী দ্রব্যাদি চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে আমি অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত এজাহার দিয়েছে। পেকুয়া থানার কর্মরত ডিউটি অফিসার ও এস,আই শামসুদ্দিন জানান, সকালে বিষয়টি সাংবাদিক সাহেব ওসি মহোদয়কে মৌখিক জানিয়েছেন। তিনি বিকেলে এসে এজাহার দিয়ে গেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com