এস.এম দুর্জয়, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের বহেরার চালা আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দুইদিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৪ ফেব্রুয়ারী)বিকেলে আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ চত্বর মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে,পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি,পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর,প্যানেল মেয়র ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আমজাদ হোসেন(বি.এ)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শ্রীপুর পৌরসভার জনপ্রিয় মেয়র আলহাজ্ব মো:আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জনাব মো:এরফানুল হক।শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ।
এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন,মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আনতে পারে সুস্থ দেহ ও সুস্থ মন।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে নতুন বই প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।মাননীয় প্রধানমন্ত্রী আগামী একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গিরার ব্যক্ত করেছেন।শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই,শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসতে হবে।
পাশাপাশি খেলাধুলায় সুনাম অর্জন করতে হবে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ছিলেন,আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:মোখলেছুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন আমজাদ হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা,স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com