প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৪, ১২:৪১ পি.এম
কালাইয়ে হাজারো নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন চেয়ারম্যান প্রার্থীর

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করেছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলাবাসীকে প্রার্থিতা জানান দিতে হাজারো নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক সড়কের উপজেলা পরিষদের সামনে থেকে মোটরসাইকেলের শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এসময় মো.মিনফুজুর রহমান মিলন হাত নেড়ে পথের দু-পাশে দাঁড়িয়ে থাকা জনণকে অভিবাদন জানান। তিনি পৌর ও ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
মটরসাইকেল শোডাউনে শেষে বক্তব্য রাখেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, কালাই পৌর সভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইসনচেয়ারম্যান মো.হেলাল উদ্দিন মোল্লা, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস,জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জিয়াউর রহমান প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি পর পর তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে জয়লাভ করব।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.