নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা সংলগ্ন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক রাজনীতিবিদ মানিক আকন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ শে ফেব্রুয়ারি ২০০২৪ ইং তারিখে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৪৫) বছর। পরে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) টেকেরহাট আলিয়া মাদ্রাসা ময়দানে যোহর বাদ মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানিক আকনের মৃত্যুকালে তিনি বর্তমান স্ত্রী (সাথী), পুত্র (রাফসান জনি আকন) ও ২ কন্যা (তাসমিয়া অরিন) ও (নুসরাত জাহান অনিকা) সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।
তার অকাল মৃত্যুতে বি-৭১ নিউজ টিভি'র সম্পাদক মশিউর রহমান ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম মানিক আকনের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন মরহুমের পরিবার।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com