এইচ এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ার লবণ ব্যবসায়ী জয়নাল আবেদীন
কক্সবাজার বাস টার্মিনাল থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
(২৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত জয়নাল আবেদীন পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাজ্বী রহমত উল্লাহর ছেলে,লবণ ব্যবসায়ী। তিনি কয় মাস আগে টিবি ও হৃদরোগ আক্রান্ত হয়ে রোগে ভোগছেন।
আজ বিকাল ৫টার দিকে পেকুয়া রাজাখালী ইউনিয়নের বামলুপাড়া জয়নালের স্ত্রী রুমি আক্তার ও মা বোনেরা বলেন, আজ সকাল ৭টার দিকে জয়নাল আবেদীন(৩৫), ও তাঁর ভাই নাজিম উদ্দীন নাজু(৪৫) রাজাখালী থেকে কক্সবাজার আদালতে মামলার হাজিরা দিতে যান ।
হাজিরা দিয়ে পেকুয়ার গাড়ীর জন্য কক্সবাজার বাস টার্মিনাল এসে গাড়ীর জন্য অপেক্ষা করছে ওই সময় বামলুপাড়া এলাকার মৃত গোলাম নবীর ছেলে বদি আলম,বজল আহমেদের ছেলে কাছিম আলী, মৃত আবুল বশরের ছেলে সাহাব উদ্দীন, নবীর হোসেনের ছেলে শাহেদুল করিম সহ অজ্ঞাত ৫/৭ লোক এসে জয়নালকে টানাহেঁচড়া করে গাড়ীতে তুলে ফেলে নাজিম উদ্দীন বাঁধা দিতে গেলে তাঁকে মারধর করে জয়নালকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।জয়নালকে অক্ষত অবস্থায় ফেরত চান এলাকাবাসী ও তাঁর পরিবারের সদস্যরা। এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তার স্ত্রী রুমিয়া আক্তার আরো বলেন, জয়নাল একটা গুরুতর অসুস্থ ব্যক্তি, তাকে প্রতিদিন নিয়মিত হার্ট ও টিবি রোগের ওষুধ সেবন করতে হয়, তিনি যদি একদিন ওষুধ সেবন না করেন তার রোগ জটিল থেকে জটিল হয়ে যায়, তাই তিনি দ্রুত তার স্বামীকে তার কাছে ফেরত চান।
Leave a Reply