জুবায়ের আল মামুন, পিরোজপুর
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মাসুদ Police Force Exemplary Good Service Badge -2023 এ ভূষিত হয়েছেন। পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ঢাকা রাজারবাগে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ শেষে এ পদক তুলে দেওয়া হয়।
এসআই মাসুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাজনীতি বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স কমপ্লিট করেন। এরপর তিনি আউট সাইড ক্যাডেট হিসেবে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ২০১৯ সালে পিরোজপুর জেলা পুলিশে যোগদানের পর হতে পিরোজপুর জেলার বেশ কয়েকটি চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উন্মোচন করে পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
কচা নদী থেকে কালোবাজারির ৬ কোটি ৬০ লক্ষ টাকার কয়লা উদ্ধার সহ জেলা সদরের আইন শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। পদকের বিষয়ে তার কাছে জানতে চাইলে রুপান্তর সংবাদের প্রতিবেদকে তিনি বলেন- আলহামদুল্লিলাহ! আমার এই পদক প্রাপ্তি আগামী দিনে দেশ সেবায় আমাকে আরও উদ্ভুদ্ধ করবে। এই পদক আমার পিতা মাতাকে উৎসর্গ করলাম।
পুলিশ বাহিনীর সকল স্যারদের প্রতি আমি চির কৃতজ্ঞ, তারা আমাকে এই পদকটি দিয়ে আমার পেশাদারিত্বের মূল্যায়ন করেছেন। আমি সকলের কাছে দোয়া চাই ভবিষ্যতে যেন পুলিশবাহিনীর মুখ আরও উজ্জ্বল করতে পারি।
Leave a Reply