সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীর হিজলা এলাকায় সাড়ে তিন বছরের শিশু শিহাব শেখকে নৃশংস ভাবে হত্যা ও গুমের অভিযোগে হামীম শেখ নামক একজনকে আটক করেছে চিতলমারী থানা পুলিশ।
২৮ ফেব্রুয়ারী বিকেল ৫ টার পর থেকে নিখোঁজ ছিলো চিতলমারীর বারাশিয়া এলাকার ফরহাদ শেখ এর শিশু পুত্র শিহাব শেখ।এ সময়ে স্বজনেরা সম্ভাব্য সকল স্হানে খোঁজাখুজি করতে থাকে এবং এলাকায় মাইকিং এর পাশাপাশি পুলিশকে বিষয়টা জানায়।
হত্যাকান্ডে অভিযুক্ত হামিম শেখ ও তাদের সঙ্গে এসময়ে খোঁজাখুজির অভিনয় করে। এর আগে বিকেলের পর থেকে যেকোনো সময় অভিযুক্ত হামীম শিশুটিকে উঠানে খেলারত অবস্হায় তার বশত ঘরে ডেকে নিয়ে হাত,পা বেঁধে মুখে কাপড় পেঁচিয়ে পুরুষাঙ্গের চামড়া কাঁচি দিয়ে তুলে ফেলে ও শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ প্রথমে ঘরে লেপের মধ্যে লুকিয়ে রাখে।
এদিকে অবস্হা বেগতিক দেখে সুযোগ বুঝে তার বসত ঘরের রান্নাঘরের বেড়া কেটে মরদেহ পার্শ্ববর্তী বাথরুমের বেড়ার আড়ালে লুকিয়ে রেখে পালানোর চেষ্টা করলে,তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে তার নানাবাড়ী এলাকা থেকে আটক করে।
অভিযুক্ত হামীম পুলিশের কাছে হত্যাকান্ড এবং গুমের কথা স্বীকার করেছে। এই নৃশংস হত্যাকান্ডে রাতেই নিহতের মা সুমা বেগম একমাত্র অভিযুক্ত হামীম শেখ এর নামে হত্যা ও গুমের অভিযোগে চিতলমারী থানায় মামলা দায়ের করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরন করা হয়েছে।চিতলমারী থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।।
Leave a Reply