বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

অবশেষে পুলিশের জালে ধরা পড়ে চাঞ্চল্যকর রণজিৎ রায় হত্যা মামলার পলাতক মূল আসামী মিল্টন খান

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের চাঞ্চল্যকর রণজিৎ রায় হত্যা মামলার পলাতক মূল আসামী মিল্টন খান (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

দীর্ঘ প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে অবশেষে সাফল্য পেল গোপালগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতার হল আলোচিত ৭৫ বছর বয়সের বৃদ্ধ রণজিৎ রায় হত্যা মামলার মূল আসামী মিল্টন খান। গত ১২/১০/২০২৩ রাত অনুমান ২০:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন মানিকহার মালোপাড়ায় খুন হয় রণজিৎ রায় (৭৫) নামের একজন বয়স্ক ব্যক্তি। চোখে টর্চ লাইটের আলো পড়া নিয়ে সাধারন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাই আসামী মিল্টন খান এবং শিপন খান নৃশংসভাবে হত্যা করে রণজিৎ রায়কে।

এই ঘটনায় গত ১৩/১০/২০২৩ খ্রিঃ তারিখে গোপালগঞ্জ সদর থানার মামলা নং- ১৩, তারিখ- ১৩/১০/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/ ৩০২/৫০৬ পেনাল কোড মামলা রুজু হয়। মৃত রণজিৎ রায় স্থানীয় একটি মন্দিরের পূজারী ছিলেন। আর এই হত্যাকান্ডের ঘটনাটি ছিলো ২০২৩ সালের দূর্গাপূর্জার মাত্র কয়েকদিন পূর্বে। এই নিয়ে স্থানীয়দের মনে বেশ ভীতি ছিলো।

হত্যাকান্ডের মূল আসামী মিল্টন খাঁন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। এই মামলার পূর্বে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদক ও ডাকাতির প্রস্তুতি সহ মোট ১৮টি মামলা রয়েছে। হত্যাকান্ডের ঘটনার পরপরই আসামী মিল্টন খান এবং শিপন খান পালিয়ে যায়। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমেও তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

এমনকি আসামীরা মোবাইল ব্যবহারও বন্ধ করে দেয়। পরবর্তীতে ২নং আসামী শিপন খান মহামান্য হাইকোর্ট থেকে জামিন নেয়। আসামী মিল্টন খান পেশাদার অপরাধী হওয়ায় কোনভাবেই তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেও আসামী মিল্টন খানকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।

অদ্য ২৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার আল-বেলী আফিফা মহোদয়ের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোপালগঞ্জ সদর থানাধীন পুখুরিয়া এলাকা হতে ১৯:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানার একটি চৌকস দল আলোচিত “রণজিৎ রায়” হত্যা মামলার ” মূল আসামী ” মিন্টন খান”কে গ্রেফতার করে। মিল্টন খানের গ্রেফতারের সংবাদে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসছে। হয়ত মৃত রণজিৎ রায়ের আত্মাও আজ শান্তি পাবে। এমনটিই দাবি এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category