মোঃ জামিল হায়দার (জনি),নাটোর
নাটোরের লালপুরে ওয়াজ মাহফিলে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অমিত নকরেক নামে এক খ্রিষ্টান যুবক।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কদিমচিলান গ্রামে এঘটনা ঘটে। এভিডেভিটের মাধ্যমে ওই যুবকের নতুন নাম রাখা হয়েছে জসিম হোসেন।
স্থানীয়রা জানান, উপজেলার কদিমচিলানে হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ও মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী ওই যুবককে কালেমা পাঠ করান।
এবিষয়ে জসিম হোসেন (অমিত নকরেক) জানান, ইহকালীন সুখ শান্তি ও পরকালে বেহেস্ত লাভের একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। তাই ইসলাম ধর্মে মুগ্ধ হয়ে নিজ ইচ্ছায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে মুসলাম হয়েছেন। এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমূখ।
Leave a Reply