এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের জালিয়া খালী বাইতুল মামুর জামে মসজিদ নির্মাণে দেশ বিদেশে থাকা মুসলিমদের অর্থ ও সরম জাম দিয়ে বাইতুল মামুর জামে মসজিদের অনেক দিন যাবত পড়ে থাকা মসজিদের ছাদ ঢালাই দিয়ে,মসজিদটি পূর্নাঙ্গ সম্পুর্ন করে আগামী রমজান মাসে নামাজ আদায় করার জন্য সবাইকে মসজিদে দান করার অনুরোধ করেছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়- পেকুয়া সদর ইউনিয়ন এলাকার ০৩ নং ওয়ার্ডের প্রতান্ত গ্রাম এলাকায় অবস্থান বাইতুল মামুর মসজিদের।
শুক্রবার ( ১ মার্চ ) জুমা নামাজের পরে মুসল্লিরা একত্রিত হয়ে মসজিদ নির্মাণে জন্য অর্থ সহয়তা চেয়েছেন দেশ বা প্রবাসে থাকা বৃত্তবান লোকজনের কাছে। মসজিদের নির্মাণে গাইড ওয়াল্ড ও পিলার সম্পুর্ন হয়েছে বাকি রহিয়াছে ছাদের সেন্টারিং ও ছাদ ডালাই সহ পূলোর কাজ উক্ত কাজ সম্পুর্ন করতে প্রায় ১৫ লক্ষ টাকার মতো প্রয়োজন হবে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ উকিল আহাম্মদ।
বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মৌলভী আজিজুর রহমান- বলেন জুমা বার হলে মসজিদে নামাজ পড়তে জায়গা সংকট হয়ে পড়ে। অত্র এলাকার আশেপাশের প্রায় মানুষ গরীব অসহায় হতদরিদ্র তার কারণেই মসজিদ নির্মাণে কস্ট হচ্ছে। বর্ষা মৌসম আসার আগে মসজিদ নির্মাণ করতে না পারলে পুরা বর্ষা মসজিদে নামাজ আদায় করতে পারবে না।
মুসল্লিরা নামাজ আদায় করার জন্য সমাজের বৃত্তবানদের সহযোগীতা কামনা করেন।যে কেউ সহযোগীতা করতে চাইলে কমিটি ইমামের সাথে যোগাযোগ করে সহযোগীতা করতে পারেন। যোগাযোগ উকিল আহমদ সভাপতি মসজিদ পরিচালনা কমিটি মোবাইল নাম্বার ০১৮২৫৬৫৬৭৯৫, মৌঃ আজিজুর রহমান- ইমাম মোবাইল নাম্বার ০১৮৪৬১১৪৮৩৬ বিকাশ*০১৮১১৬৭০২৬৫ নগদ।
Leave a Reply