সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

গাইবান্ধায় পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৪০ Time View

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা 

গাইবান্ধায় ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত ও আর এক জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ দুর্ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ও রেকারটি ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন আসাদুল নামের আরও এক রিকশাচালক।

পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে।‌ উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকর্ডটি চালানো হচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category