জুবায়ের আল মামুন, পিরোজপুর
পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার ঐতিহ্যবাহী সেহাংগল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী জনাব মো: সাইফুল ইসলাম রনি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বরুপকাঠি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস. এম মুইদুল ইসলাম মুহিদ।
বিশেষ অতিথি ছিলেন সমুদয়কাঠী ইউনিয়ন চেয়্যারমান হুমায়ুন কবির, পিরোজপুর এপেক্স ক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: মেহেদি হাসান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম শুভ, জসিম হাওলাদার, সাব্বির সহ স্থানীয় আরও অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম রনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। মাদক থেকে শিক্ষার্থী সমাজকে দুরে রাখতে স্থানীয় ও স্কুল পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতা বাড়াতে হবে। অভিভাবকসহ সকলের উচিত ছেলে মেয়েদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় উদ্ভুদ্ধ করা। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ছাত্রীরা অংশগ্রহণ করে পুরস্কার জিতে নেন। এর পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২ দিনের অনুষ্ঠান শেষ হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com