এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন এলাকায় আগামী মাহে রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়েছে।
আজ ০৬ মার্চ বুধবার সকালে দেশের সনামধন্য খাদ্য সামগ্রিক বিক্রয় বানিজ্যিক প্রতিষ্ঠান আকিজ মনোয়ারা ট্রাস্টের উর্ধতন কর্মকর্তাদের উদ্যোগে পেকুয়া উপজেলা শাখার আকিজ গ্রুপের আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর পরিবেশক(ডিলার) সমাজ সেবক পেকুয়া বাজারের সনামধন্য ব্যবসায়ী মেসার্স জায়েদ স্টোরের মালিক- মোহাম্মদ উসমান গনী-র সহযোগিতায় পেকুয়া সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫ শত পরিবারের মাঝে ১মাসের জন্য মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পেকুয়া উপজেলা শাখার আকিজ গ্রুপের ডিস্টিভিউশনের মালিক মোঃ ওসমান গনি বলেন-পেকুয়া এলাকার হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে মাহে রমজান মাসের জন্য দেশের গর্বিত বানিজ্যিক প্রতিষ্ঠান আকিজ মনোয়ারা ট্রাস্ট এর উর্ধতন কর্তৃপক্ষ কে অবগত করা হলে আকিজ গ্রুপের কতৃপক্ষ ইফতার সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করলে- আজ ৫ শত ব্যাক্তির মাঝে প্রায় ১৩ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোঃ ওসমান গনি আরো বলেন-গত বন্যা ক্ষতি অগ্রস্থ মানুষের মধ্যে ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এবং বন্যা কবলিত সম্পূর্ণ ঘর ভেঙে যায় এমন ১২টি পরিবার কে ঘর তৈরী করে দেন আকিজ মনোয়ারা ট্রাস্ট কতৃপক্ষ যাঁর মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকার মতো বলে জানান তিনি।
Leave a Reply