জুবায়ের আল মামুন, পিরোজপুর
পিরোজপুর শহরের পশ্চিম ডুমুরিতলায় সাহা বাড়িতে ২৩ ফেব্রুয়ারী আগুলেগে পুড়ে যায় দীপঙ্কর সাহার বাড়ি এবং একমাত্র উপর্জনের মাধ্যম ভ্যানটি। জেলা পুলিশের মানবিক পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম এর বিষয়টি নজরে আসলে ৬ মার্চ তার কার্যালয়ে অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দীপঙ্কর সাহাকে একটি ভ্যান উপহার দেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার বলেন, ২৩ ফেব্রুয়ারিতে দীপঙ্কর সাহার বাড়িতে আগুন লেগে বাড়িঘর পুড়ে যায়। তার উপার্জেনর একমাত্র ভ্যানটিও সে সময় পুড়ে গিয়ে তিনি অসহায় হয়ে পরেন। বিষয়টি আমার নজরে আসলে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাকে আজ এই ভ্যানগাড়িটি প্রদান করেছি।
আপনারা জানেন এর আগেও আমরা একটি ঘরপুড়ে যাওয়া কন্যাদায়গ্রস্থ পরিবারকে ১ লক্ষ টাকা প্রদান করেছি। পিরোজপুর জেলা পুলিশ ভবিষ্যতেও এই মানবিক কাজগুলো করবে। আমি সমাজের অন্যান্য যারা বিত্তশালী আছেন তাদের কাছে অনুরোধ করবো এধরণের অসহায় ক্ষতিগ্রস্ত লোকদের পাশে আপনারা দাঁড়াবেন তাহলে তারা খেয়ে-পরে বেঁচে থাকতে পারবে।
Leave a Reply