জুবায়ের আল মামুন,পিরোজপুর
পিরোজপুরের জেলা এস্তেমায় ধর্মপ্রাণ মুসলমানদের পাশে সেবার হাত বাড়িয়ে আলোচনায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুমন সিকদার। প্রতি বছরের মতো এবারও বঙ্গমাতা ফজিলাতুননেসা চীন মৌত্রী সেতুর পাদদেশে ৩ দিন ব্যাপী জেলা এস্তেমায় শুরু হয়েছে আজ। এস্তেমা ঘিরে স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের নিয়ে সেবা দান কেন্দ্রে চলু করেছেন সুমন সিকদার।
এস্তেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ফ্রী প্রাথমিক চিকিৎসা , সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এ কেন্দ্রে। এ বিষয়ে সুমন সিকদার বলেন, ধর্ম যার যার রাস্ট্র সকলের, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানবিক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক এর নির্দেশে আমরা এস্তেমা প্রাঙ্গণে সেবা কেন্দ্র করেছি।
ধর্মপ্রাণ মুসলমানদের পাশে দাড়িয়েছি। এই এস্তেমা শেষ না হওয়া পর্যন্ত আমরা সেবা দিবো। আপনার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন,মেয়র হাবিবুর রহমান মালেক মহোদয় এর জন্য দোয়া করবেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com