স্টাফ রিপোটারঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ডকুমেন্টারি হ্যারিটেজ’ হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন খান, কবিরুল ইসলাম রুনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীজানুর রহমান বুলবুল তাজ, ,ফরমান মুন্সি, এস এম ইস্রাফিল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, পৌর ছাত্রলীগের সভাপতি সেলিম আহমেদ ছোটনসহ প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাষণের সেই ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আঙ্গুলের ইশারায় লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
এছাড়া সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply