জুবায়ের আল মামুন, পিরোজপুর
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় শহরের সিও অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাস্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম,জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার,পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর সাদউল্লাহ লিটন,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মিরন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গৌতম নারায়ণ চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তানভির আহমেদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply