এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের আতর আলী পাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষের হামলায় ১ মহিলা বৃদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার(৮মার্চ) বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন, একই এলাকার সমিউদ্দিনের স্ত্রী ছেনুয়ারা বেগম (৬০), মৃত্যু খুইল্যা মিয়ার পুত্র সমিউদ্দিন(৬৫), সমিউদ্দিনের পুত্র মোঃ মানিক(৩৮) আহত ৩ জন পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
আহত বৃদ্ধ লবন চাষী সমিউদ্দিন বলেন, আজ দুপুরের লবন মাঠের কাজ শেষে জুমার নামাজ পড়তে বাড়িতে ফিরে আসার সময় বসতভিটার বিরোধের জের ধরে একই এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র কামাল হোসেন ও মিরাজের নেতৃত্বে পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২০/৩০ জন লোক জন নিয়ে জোরপূর্বক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ঘর বাড়ি ভেঙে মারধর করে বসতবাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করে জায়গা দখল নেওয়ার চেষ্টা করছেন কামাল হোসেন গং।
একপর্যায়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র কিরিচ,দা,চুরি নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আমার পায়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত করে, আহত মানিক বলেন- হটাৎ সন্ত্রাসী কায়দায় হামলা করে আমার বৃদ্ধ মা কে আগাত করে আমার মায়ের ২ টি দাঁত পেলে দেয়, হাত ভেঙে দেয়।পরিবারের সবাই কে আহত করে লবন বিক্রি করা বাড়িতে থাকা নগত ১ লক্ষ টাকা ও এক ভরি স্বর্ণ নিয়ে গেছে হামলা কারী গন,। এমনকি চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে গতিরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আহত মোঃ মানিক বলেন আমি সহ আমার বৃদ্ধ পিতা ও মা কে গুরুতর হামলা করায় আইনি প্রতিকার পাওয়ার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পেকুয়া থানার সহকারী উপ পরিদর্শক সুজন বলেন, হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষনিকভাবে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ জানান- অভিযোগ ফেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com