জুবায়ের আল মামুন, পিরোজপুর
নারী অধিকার ও দুর্নীতি বিরোধী আন্দোলন একসূত্রে গাঁথা প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে পিরোজপুরের বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি অফিসের সম্মুখে মানববন্ধন আয়োজন করেছে সংগঠনগুলো।
এ সময়ে উপস্থিতি ছিলেন এডাব সভাপতি সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসান, রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সনাক সদস্য মঈনুল আহসান মুন্না, ব্র্যাক এর আর,এম, জিজেডি উর্মি ভাদুড়ী, ডাকদিয়ে যাই পিরোজপুরের প্রতিনিধি মনসুরা সাথী,রোজিনা আক্তার, নারী নেত্রী মাহাবুবা ইয়াসমিন, রুপান্তর অপরাজিতা প্রকল্প জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া, টিআইবি ইয়েস সদস্য সাদিয়া খানম,মহিলা পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক কল্পনা রাণী বিশ্বাস, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ব্র্যাকের আর এম জিজেডি উর্মি ভাদুড়ী বলেন অর্থনৈতিক ক্ষেত্রে নারীর সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা,নারী ও কণ্যাশিশুর শিক্ষা ক্ষেত্রে ঝরে পরার হার কমানো ও নারীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
এডাব সভাপতি সিনিয়র সাংবাদিক জিয়াউল আহসান বলেন, নারীরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন, সম্পত্তিতে তাদের অধিকার ও ন্যায্যতা এখনও নিশ্চিত হয়নি। রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সনাক সদস্য মঈনুল আহসান মুন্না বলেন, নারী প্রতি পুরুষের সন্মান বৃদ্ধি করতে হবে,সমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে একে অপরের প্রতি সন্মান দেয়া নেয়ার মাধ্যমেই নারী পুরুষের সমতা ভিত্তিক রাস্ট্র গড়া সম্ভব। ডাকদিয়ে যাই পিরোজপুরের প্রতিনিধি মনসুরা সাথী বলেন,নারীরা সমাজে এখনও অবহেলিত, কন্যা শিশুকে এখনও পরিবারে বোঝা মনে করা হয়, এথেকে উত্তরণ প্রয়োজন।
এছাড়া বক্তব্য প্রদান করেন রোজিনা আক্তার, নারী নেত্রী মাহাবুবা ইয়াসমিন, রুপান্তর অপরাজিতা প্রকল্প জেলা সমন্বয়কারী সাহিদা বানু সোনিয়া, টিআইবি ইয়েস সদস্য সাদিয়া খানম,মহিলা পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক কল্পনা রাণী বিশ্বাস, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি জুবায়ের আল মামুন।
Leave a Reply