প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ৮:৩৩ এ.এম
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মাঝরাতে অগ্নিকাণ্ড

ফারহানা আক্তার, জয়পুরহাট
বৈদ্যুতিক শট সার্কিটে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে অগুন সূত্রপাত হলে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়।
ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা আতঙ্কে হাসপাতাল থেকে দ্রুত বাহিরে চলে আসে। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লেগে প্রচুর ধোঁয়া হলে রোগী ও স্বজনরা আতঙ্কে হাসপাতালের ওয়ার্ড ছেড়ে বাইরে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, রাত ১ টা ১৪ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতাল পরিদর্শন করে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়। পাশাপাশি ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সবাই একসাথে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মূলত হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের ভিতরে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.