ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
"দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো" এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে রবিবার (১০ মার্চ) সকালে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে প্রাণ রক্ষার বিভিন্ন কৌশলের মহড়া উপস্থাপন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিমের সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম,পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদুসহ অন্যান্যরা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com