মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

গাজীপুর-৩ আসনে নৌকা পেলেন অধ্যাপিকা রুমানা আলী টুসি

এস. এম. দূর্জয়, গাজীপুর
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২০০ Time View
এস.এম দুর্জয়,গাজীপুর
আগামী ৭ জানুয়ারি ২০২৪ইং অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।ওই নির্বাচনকে সামনে রেখে সকল জল্পনা -কল্পনা অবসান ঘটিয়ে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয়  মনোনয়ন নৌকা পেয়েছেন প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি।তিনি একাদশ জাতীয় সংসদে  সংরক্ষিত আসনের এমপি ছিলেন।
গত রবিবার(২৬ নভেম্বর)সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর করা মনোনয়ন পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।গাজীপুর-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম কিনলেও অবশেষে গাজীপুরের সিংহ পুরুষ ক্ষ্যাত এই তিন আসনের মাটি ও গণমানুষের প্রিয় নেতা হিসেবে পরিচিত অভিজ্ঞ ও সৎ রাজনীতিবিদ সাবেক এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব এ্যাড.রহমত আলীর সুযোগ্য কন্যা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসিকে গাজীপুর- ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেন দলীয় প্রধান।অধ্যাপিকা রুমানা আলী টুসিকে মনোনয়ন দেওয়ায় এলাকাবাসী তার কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন গাজীপুর-৩ গঠিত।এটি জাতীয় সংসদের ১৯৬ নম্বর আসন। সংসদীয় এই আসনে শ্রীপুর উপজেলার সঙ্গে যুক্ত হয় গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন।এলাকার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত অভিজ্ঞ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা রহমত আলী  আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিগত পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। নির্বাচিত হয়ে রহমত আলী প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হন।গাজীপুর আওয়ামী লীগের প্রাণ ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ছিলেন।
নির্বাচিত হয়ে রহমত আলী তার নির্বাচনী এলাকাজুড়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। তখন ওই উন্নয়নের কারণে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।এতে গাজীপুর-৩ আসন আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে উঠে।তিনি স্কুল-কলেজ নির্মাণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানা উন্নয়ন কাজ করে নির্বাচনী এলাকাকে ঢেলে সাজিয়েছেন বলেই স্থানীয়রা ভালোবাসার স্বীকৃতিস্বরূপ বার বার ভোট দিয়ে রহমত আলীকে নির্বাচিত করছেন। দলের শীর্ষ পর্যায়েও প্রবীণ নেতা রহমত আলী এমপি’র বেশ গ্রহণযোগ্যতা সুনাম ছিল।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বার্ধক্যজনিত কারণসহ অসুস্থতার কারণে নিজের জন্য মনোনয়ন চাননি অ্যাডভোকেট রহমত আলী। তবে তার ছেলে অ্যাড.জামিল হাসান দুর্জয়ের জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন।কিন্তু ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এরপর থেকেই দলে কোণঠাসা হয়ে পড়েন রহমত আলীর অনুসারীরা।অ্যাড.রহমত আলীর অবস্থান বিবেচনায় তার মেয়ে অধ্যাপিকা রুমানা আলী টুসিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত করে আওয়ামীলীগ।রুমানা আলী টুসি কেন্দ্রীয় কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।রহমত আলীর কন্যা সংরক্ষিত সংসদ সদস্য রুমানা আলী টুসি গত চার বছরের অধিক সময় ধরে বিভিন্ন কর্মসূচি নিয়ে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের সংগঠিত করে শ্রীপুরে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করেছেন।২০২০ সালে মারা যান পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা  অ্যাড. রহমত আলী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীদের  তালিকায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ,প্রয়াত নেতা রহমত আলীর মেয়ে সংরক্ষিত আসনের এমপি  অধ্যাপিকা রুমানা আলী টুসি ও প্রয়াত রহমত আলীর ছেলে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.জামিল হাসান দুর্জয়, শ্রীপুর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বি.এ, এ.কে এম সাখাওয়াত হোসেন খান তারা প্রত্যেকেই নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফরম কিনেছিলেন।সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে নৌকার মনোনয়ন পেলেন অধ্যাপিকা রুমানা আলী টুসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category