সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

গাইবান্ধায় গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১৩ Time View

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা 

গাইবান্ধায় গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স (২য় পর্যায়) উদ্বোধন
হয়েছে।

সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১১ই মার্চ) পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সদর উপজেলা প্রশাসন এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে সদর উপজেলায় কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরিফুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাইবান্ধার জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচনের সময় গ্রাম পুলিশের সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দুর্যোগের সময়ও গ্রাম পুলিশ ঝুঁকি নিয়ে তাঁদের দায়িত্ব পালন করেন। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, পোশাক, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন। জেলাপ্রশাসক মাদকনির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category