মোঃ জামিল হায়দার (জনি), নাটোর
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মহিলা সহ ৩ জন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বামিহাল-দুর্গাপুর সড়কে দুর্গাপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেনঃ- হোসনেয়ারা (৪০),স্বামী- আব্দুস সাত্তার, সাং- বনকুড়াইল, মোঃ ইমরান হোসেন (১৯) ষ, পিতা- আব্দুল মমিন, সাং- বনকুড়াইল, রাব্বি হাসান (১৪), পিতা- আব্দুল মমিন, সাং- বনকুড়াইল সবাই উপজেলার সুকাশ ইউনিয়ন এর বনকুড়াইল গ্রামের বাসিন্দা। নিহত ইমরান ও রাব্বি দুই ভাই। অপর ১ জন আহত কে শেরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১ টার পর বনকুড়াইল থেকে ইজি বাইক নিয়ে যাত্রী সহ দুর্গাপুর বাজারে প্রবেশ করতেই একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইক কে পিষ্ট করে এসময় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com