শফিকুল আলম ইমন, রাজশাহী
রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
গতকাল ১২ মার্চ (মঙ্গলবার) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী ১০০ জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা-কলম) বিতরণ করে সংস্থাটি।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে।তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করা হেবে বলে জানান। এই পুরুস্কার পড়াশুনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে।এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি ধেলাধুলা করার আহবান জানান।
শিক্ষা উপকণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রামি এসিসটেন্ট টুম্পা পাল সহ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com