ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধা সদরের বল্লমঝাড়ের রঘুনাথপুর এলাকার চাঞ্চল্যকর শফিকুর রহমান পাভেল হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ।
পাভেল বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুস ছামাদ আকন্দের ছেলে। লোমহর্ষক এই হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের মধ্যে ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে তারা জানিয়েছে পারিবারিক পুর্বশত্রুতার জের ধরে গত ৯মার্চ রাতে পাভেলকে কৌশলে অভিযুক্ত শাহিন মিয়ার বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।
পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ওই এলাকার সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। এঘটনায় গ্রেফতার মো. হাবিবুর রহমান হাবি, মো. সুজন মিয়া, মোছা. অমেলা বেগমসহ আরও ৫-৬জনকে আসামী করে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. বেলাল ইউসুফ।
বুধবার (১৩মার্চ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান এসব তথ্য জানান। তিনি বলেন, নিখোঁজের তিন দিন পর গতকাল মঙ্গলবার সেফটি ট্যাংকে পাভেলের মরদেহ পাওয়া যায়। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে সন্দেহভাজনদের সনাক্ত করে দ্রুত রহস্য উদঘাটন করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা টি উদ্ধার করা হয়েছে। পাভেলকে নির্মমভাবে খুন করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে শাহিন মিয়া ও বাকিদের পুলিশ খুজছে।
Leave a Reply