পিরোজপুর প্রতিনিধিঃ
রমজানের শুরু থেকেই ইফতারি নিয়ে পথিকদের পাশে সামাজিক সংগঠন “মানবিক পিরোজপুর”। প্রতিদিন বিকেলে শত শত প্যাকেট ইফতারি বিতরন করছে সংগঠনটি। সংগঠনটির সাধারন সম্পাদক এপেক্সিয়ান মেহেদী হাসান বলেন, মানবিক পিরোজপুর সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন খানের অনুপ্রেরণা নিয়ে মানবতার কাজে আত্মনিয়োগ করেছি।
আমরা রমজানে প্রতিদিন পিরোজপুর শহরের বিভিন্ন পয়েন্টে পথিকদের মাঝে ইফতার বিতরণ করবো। সামাজিক ও মানবিক সংগঠন মানবিক পিরোজপুর জনগনের পাশে সবসময় আছে আগামীতেও থাকবে।
আর্ন্তজাতিক সেবা সংস্থা এপেক্স ক্লাবের পিরোজপুর জেলা শাখার পরিচালিত এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গতকাল ইফতার বিতরণ করে মানবিক পিরোজপুর। এসময়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এপেক্স সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন মানবিক পিরোজপুর এর সাংগঠনিক সম্পাদক রাসেল শিকদার, গোলাম মাওলা, সাইদুর রহমান রনি খান,মেজবাহ উদ্দিন সোহেল,মোঃ তারেক তালুকদার, জুয়েল শিকদার, তারিক খান, সোহেল হাওলাদার, লিমন শিকদারসহ অন্যান্য কর্মীরা।
সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মেহেদী হাসান বলেন- মানবিক পিরোজপুরের সদস্যরা প্রতিদিন নিজেরা রান্না করে প্যাকেট করে রোজাদারদের কাছে পৌঁছে দেন। মানবিক পিরোজপুরে এ কার্যক্রম পুরো রমজান চলবে।
Leave a Reply