জুবায়ের আল মামুন,পিরোজপুর
নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ উপলক্ষে সকাল ১০ টায় শহরের সিও অফিস চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান,পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম, জেলা আওয়ামীলীগের পক্ষে সহ-সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাড,কানাই লাল বিশ্বাস, যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জিয়াউল আহসান, উপেজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাধারন সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর সাদউল্লাহ লিটন, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম মিরন, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুল হাই, কাউন্সিলর শহিদ সিকদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সাধারণ সম্পাদক সুমন সিকদার, আইনজীবী সমিতির পক্ষে এ্যাড.কানাইলাল বিশ্বাস, এ্যাড.খান আলাউদ্দিন, এ্যাড. মানস কুমার বৈরাগী এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষে অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন “তুমি জন্মেছিলে বলে জন্মেছিলো দেশ, মুজিব তোমার আর এক নাম স্বাধীন বাংলাদেশ” আসলে আমরা যারা আজ এই মহান দেশপ্রেমিক মানুষটির জন্মদিন পালন করছি তিনি জন্মগ্রহণ না করলে স্বাধীনতা পেতাম কিনা সন্দেহ থেকে যায়, তার জীবনের বিভন্ন সময় প্রায় ১৪টি বছর জেলে ছিলেন। ভাবতেই অবাক লাগে কি অসীম সাহসী ত্যাগী মানুষ ছিলেন বঙ্গবন্ধু।আজ তার জন্মদিনে শ্রদ্ধার সাথে আমরা তাকে স্মরণ করবো,তার জন্য দোয়া করবো,মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, মহান এই মানুষটির জন্ম না হলে এই সন্মানের চেয়ারটিতে আমি বা আমরা এখানে বসে কথা বলতে পারতাম না। তার দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা জোগায়।
বঙ্গবন্ধু এই জাতির স্বাধীনতা এনে দিয়েছেন,এনে দিয়েছেন বিশ্ব দরবারে সন্মান। তার এই নেতৃত্বগুন, দেশের জন্য ভালবাসা, আত্মত্যাগ আমরা চিরদিন স্মরণ রাখবো। আজ তার জন্মদিনে আবারও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, দোয়া করছি।
পরে জন্মদিন উপলক্ষে বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
Leave a Reply