এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় প্রাণ কেন্দ্রে অবস্থিত কহলখালী খাল। পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের এক মাত্র পানি চলাচলের মাধ্যম এই কহলখালী খাল, এই খালটি যেন অবৈধভাবে দখলের প্রতিযোগিতা।
২২ শে মার্চ(শুক্রবার) সরজমিনে গিয়ে দেখা যায়-পেকুয়া সদর মিয়া পাড়া এলাকায় মধ্যে দিয়ে প্রবাহিত মান চলাচলের খাল হচ্ছে কহলখালী খাল। পেকুয়া উপজেলা পরিষদের সামনে দিয়ে পেকুয়া বাজার মাঝে হয়ে বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে খাল টি শেষ হয়। কহলখালী খালের পানি দিয়ে শত বছরের পূর্ব থেকে এলাকার কৃষি কাজ করে যাচ্ছেন। বেশ কয়েক বছর থেকে খালটি প্রভাবশালীদের মাঝে জিম্মি হয়ে ওঠে, মৃত প্রায় কহলখালী খাল।
সম্প্রতি পেকুয়া মগনামা সড়কের পেকুয়া সদর মিয়া পাড়া রাস্তার মাথা ব্রিজের মুখে মাটি ফেলে পানি চলাচল পথ গতিরোধ করে একই এলাকার পশ্চিম চৌমুহনী তানভীর এন্টারপ্রাইজ এর মালিক আবু হানিফ এর নেতৃতত্বে মিয়া পাড়াস্থ জামে মসজিদের পূর্ব পাশে কহলখালী খাল দখল করে অবৈধভাবে প্রভাব বিস্তার করে বাউন্ডারি নির্মাণ কাজ করে যাচ্ছেন।
কহলখালী খালে বাঁধ ও বাউন্ডারি নির্মাণ বিষয়ে জানতে আবু হানিফের মুঠোফোনে যোগাযোগ করা হলে-তিনি প্রতিবেদক কে জানান-মিয়া পাড়া রাস্তার মুখে বাঁধ দেওয়া হয়েছে- বাউন্ডারি নির্মাণ কাজ করার জন্য। কাজ শেষ করে কহলখালী খালের বাঁধ কেটে দেওয়া হবে। কহলখালী খাল দখল করে বাউন্ডারি নির্মাণ বিষয়ে জানতে চাইলে- তিনি বলেন কহলখালী খালের উপর কোন কাজ করা হয়নি, খতিয়ানের জায়গার মধ্যে কাজ করছি।
এলাকার এক কৃষক জানান- গত ৭/৮ বছর থেকেই কহলখালী খালের পাশে কৃষি জমিতে চাষাবাদ হচ্ছে না। প্রশাসনের কাছে অনুরোধ কহলখালী খাল টি যেন উচ্ছেদ করে- দিয়ে সংস্কার করে আবার কহলখালী খাল যেন প্রাণ ফিরে পাই এমন আশা সচেতন মহলের।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com