সোহেল রানা বাবু, বাগেরহাট
রোগী কল্যাণ সমিতির কার্যক্রমকে আরো গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে রোগী কল্যাণ সমিতি বাগেরহাট এর আয়োজনে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় রোগী কল্যাণ সমিতির কমিটিকে পুনর্গঠন করা হয়েছে এবং এর কার্যক্রমকে আরও সেবামূলক করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমদ্দার এর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ড.একে আজাদ ফিরোজ টিপু, হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ রোগী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com