জুবায়ের আল মামুন, পিরোজপুর
ঐতিহাসিক বদর দিবস এর শিক্ষা ও আমাদের করনীয় শীর্ষক ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মাওলানা মুহাম্মদ ইয়াহিয়া হাওলাদার এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ মনিরুল হাসান এর সঞ্চালনায় স্থানীয় রয়েল হোটেলে আজ বিকেল ৩:০০ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, বালিপাড়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা সামছুল হক, সাতকাসেমিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমীন, বাদুরা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন বদর যুদ্ধ আমাদের জন্য ঈমানী শিক্ষা, আমরা সত্য ও ন্যায়ের পথে রাসুলের পথে থাকলে মহান আল্লাহর রহমত আসবেই। সকল কাফের মুশরিকদের বিরুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ। বদর যুদ্ধ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দেয়। ৩১৩ জন সাহাবা ঈমানী শক্তি নিয়ে যুদ্ধে ঝাপিয়ে পরে এবং মহান আল্লাহর সাহয্য পেয়ে হাজার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ জয় করেন। পরে আগত নেতা কর্মী ও মেহমানদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com