এস এম দুর্জয়, গাজীপুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেছেন,বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না,জনগণের অধিকারের জন্য বিএনপি রাজনীতি করে এ দেশের জনগণ যেন তাদের অধিকার ফিরে পায়।এ দেশে যেন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা হয়।জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে বিএনপি।
রবিবার(৩১ মার্চ)বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে প্রয়াত বিএনপি নেতা আসাদুজ্জামান খান হীরার কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ড.আব্দুল মঈন খান এসব কথা বলেন,সরকার ক্ষমতাকে কূক্ষীগত করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে এক দলীয় শাসন কায়েম করছে।বাংলাদেশে একটি জবাবদিহি মুলক গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে।তাহলে নারী অধিকারের সমস্যা,শিশু অধিকারের সমস্যা,অর্থনীতি সমস্যা,গণতন্ত্রের সমস্যা ও ভোটের অধিকারের সমস্যার সমাধান হবে।
এসময় উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রফিকুল ইসলাম বাচ্চু,শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার,গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডা.শফিকুল ইসলাম,জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান টিটু সহ জেলা,উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com