জিকু হাসান, স্টাফ রিপোর্টার
গত ৩রা এপ্রিল বাংলাদেশ কৃষকলীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক ঝিনাইদহ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এম পির নির্দেশক্রমে ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি /সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করে ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।
এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়ায় ঝিনাইদহ সদর উপজেলা কৃষক লীগের নির্বাহী কমিটির পক্ষ থেকে বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ আশরাফ আলী ও সাধারণ সম্পাদক এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি এমপিসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সদর উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ পদধারী সকল নেতৃবিন্দ।।
Leave a Reply