রিয়াজুল হক সাগর, রংপুর
১২ এপ্রিল /২০২৪ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরে ২৩৩৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান "আনন্দের শব্দাবলী" শীর্ষক অনুষ্ঠান অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে সাঈদ সাহেদুল ইসলাম -এর প্রাণবন্ত উপস্থাপনায় ঈদ ও পহেলা বৈশাখের আনন্দ নিয়ে শুভেচ্ছাসহ স্বরচিত লেখা পাঠ করেন শাহজাহান আলী মন্ডল, নজরুল মৃধা, বাদল রহমান, তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা, বিমলেন্দু রায়, সূফী জাহিদ হোসেন, রানা মাসুদ, জাহিদ হোসেন, মতিয়ার রহমান, ইরশাদ জামিল, মাসুম মোরশেদ, মোসাদ্দেক আলী রাব্বি, ময়নুল ইসলাম, সাঈদ সাহেদুল ইসলাম, আবিদ করিম মুন্না, তাপস মাহমুদ,নাহিদা ইয়াসমিন, কবিরাজ ইসমাইল মোল্লা, জোসেফ আখতার, বজলুর রশিদ, রিয়াজুল হক সাগর, ধ্রুবক রাজ, মাসুদ বশীর, রেজাউল করিম জীবন, মনিরা পারভীন পপি, রাজু ইসলাম, আখতারুজ্জামান সবুজ,মিয়া মিঠু,রাইয়ান রাফাত করিম, রাইমা আবিদ রীতি, কামরান ফারুক ওসমান, নজরুল ইসলাম প্রমুখ।
আসরে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার,রংপুরের তালিকাভূক্ত শিল্পী সূফী জাহিদ হোসেন ও ফারহান শাহীল লিয়ন। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com