প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ১:৩৪ পি.এম
জয়পুরহাটে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ফারহানা আক্তার, জয়পুরহাট
বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির সফলতার ১৪ পেরিয়ে ১৫ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে জয়পুরহাটে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে সোমবার (১৫ এপ্রিল) বেলা ১২ টায় মাই টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট মডেল প্রেস ক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জয়পুরহাট মডেল প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসেন এবং গিতা পাঠ করেন, মাই টিভির জয়পুরহাট প্রতিনিধির পুত্র অপুর্ব সরকার।
আরও বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, প্রেসক্লাব জয়পুরহাট সভাপতি গোলাম মোস্তফা, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবিদুল মোমেন মুনি, দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার বার্তা সম্পাদক মতলুব হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, দেশ টিভি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক ইনকিলাব ও ডেইলি ইভিনিং নিউজের জেলা প্রতিনিধি মশিউর রহমান খান, বাংলাদেশ খবর জেলা প্রতিনিধি ফারহানা আক্তার রফিকুল ইসলাম রকেট, মোঃ রুহুল আমিন, সুলতান মাহমুদ, মওলানা ইমরান হোসেন, সেলিম রেজাসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত সকলেই মাই টিভির সকল কলাকুশলী ও প্রতিনিধিদের আরও সফলতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.