জাহিদ হাসান, মাদারীপুর
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন উপলক্ষে মাদারীপুরে ও কালকিনিতে পৃথকভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৭ এপ্রিল) বুধবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য তাহমিনা বেগম এমপি।
অন্যদিকে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
এসময় জেলা উপজেলা কর্মকর্তাসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Leave a Reply