এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় গত বৃহস্পতিবার ১৯ এপ্রিল সকাল ৭ টার দিকে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব মেহের নামা এলাকায় এক অসহায় কৃষকের ফাঁকা ধান কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক প্রভাবশালী শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ভুক্তভোগী কৃষকের।
ভুক্তভোগী-চকরিয়া পহর চাঁদা বরইতলী এলাকার মৃত্যু বজল আহমদের পুত্র নুরুল হুদা ও পেকুয়া সদর ৮নং ওয়ার্ড পূর্ব মেহের নামা এলাকার কাছিম আলীর পুত্র জাকির হোসেন বলেন-
১৯৯২ সালে আমরা ১.৫০ শতক জমি ক্রয় করে আজ পযন্ত চাষবাদ করে আসছি। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ সকালে শিলখালী ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের পেঠান মাতব্বর পাড়া এলাকার রুহুল কাদের গং লোক জন নিয়ে ফাঁকা ধান কাটতে দেখলে আমরা ধান না কাঁটার জন্য বাধা প্রধান করলে আমাদের কথা না শুনে জমিতে ধান কাটতে থাকে। আমরা নিরুপায় হয়ে পেকুয়া থানা কে অবগত করলে পেকুয়া থানার পুলিশ এসে ধান কাটা বন্ধ করে দিয়ে দুই পক্ষ কে সংঘাত সৃষ্টি না করতে বারণ করেন।
অভিযোগ কৃত ফাঁকা ফসলি জমির ধান দুই পক্ষ সমাধান না হওয়া পযন্ত স্হানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার মো: সাহেদুল করিম সাহেদের কাছে জিম্মায় দেন ঘটনা স্থলে পরিদর্শন করতে আশা কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।
ভুক্তভোগীরা বলেন-আমাদের ক্রয় কৃত জমি যাঁহার বি,এস খতিয়ান ৫৭৫ তৎ সৃজিত খতিয়ান ২৬৬৯,১০০২,১০১০ খতিয়ানদির বি, এস ৮১৪৩,৮১৪৪ ও ৭০৯২ দাগাদির জমি।
রুহুল কাদের গং উক্ত জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন তাদের ওয়ারিশ প্রাপ্ত সূত্র বলে- যাঁহার কোন কিছু প্রমাণ নেই।ফসলি জমির ধান কেটে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রুহুল কাদের গং বলেন- উক্ত জমি তাঁরা চাষ করে আসছেন- অনেক বছর যাবত, জাকির হোসেন গং এর বিরুদ্ধে অনেক মামলা ও হয়েছে উচ্চ আদালতে। উচ্চ আদালতের রায়ে আমরা জমির মালিক তাই আমাদের ধান আমরা কেটে নেওয়ার জন্য গিয়েছি।
Leave a Reply