ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় শামীম পারভেজ (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের বাইপাস এলাকায় যুবলীগ নেতা শামীম পারভেজ নিজের ফিসারীর পাঙ্গাশ মাছ বিক্রি করে নিজে গাড়ি চালিয়ে ত্রিশাল আসার পথে এ দুর্ঘটনার শিকার হন। নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা নজরুল ইসলাম দীপক গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনার পরে তাদের গাড়ি থেকে বের করার পর গাড়িতে আগুন ধরে যায়।
ত্রিশাল থানার (ওসি) কামাল হোসেন বলেন,
গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । তবে গাড়ির চালক যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই নিহত হন।
নিহতর লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply