ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
জাইকার অর্থায়নে ময়মনসিংহের ত্রিশালে বাস্তবায়নাধীন মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলসহ উচ্চ পর্যায়ের একটি টীম।
শনিবার (২৭ এপ্রিল) উপজেলার কানিহারী ইউনিয়নে খাস পুকুরটি পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিনিধি দল। ২০৪১ সালে ৮৫ লাখ মে. টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।
এসময় মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, বিশ্ব ব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ মি. তাপস পাল, বিশ্বব্যাংকের ডকুমেন্টেশন বিশেষজ্ঞ রিমা ইসলাম, নেত্রকোণা জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর, নেত্রকোণা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিনিধি দল ত্রিশালের সোহেল মৎস্য খামার, সৌরভ ফিশারীজ এন্ড এগ্রো লিঃ পরিদর্শন করেন। আই.ও.টি এবং খামারের ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করে মাছের বৃদ্ধির হার দেখে খুশি হন। সবকিছুর ডকুমেন্টেশন রাখার জন্য পরামর্শ প্রদান করে প্রতিনিধি দলটি।
নেত্রকোণা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর মনে করেন, ২০৪১ সালে ৮৫ লাখ মে. টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে উল্লম্ব সম্প্রসারণ (Vertical expansion) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পে পানির গভীরতা ১৪ ফুট আছে এবং প্রতি শতকে ১০০০ পিস পাঙ্গাস মজুদ করা হয়েছে। আমি আশান্বিত যে প্রতি শতকে এক কালচার পিরিয়ডে ১ টন মাছ উৎপাদন সম্ভব হবে।
Leave a Reply