শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বিএমএসএফের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জরুরি সভা গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন  নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরেনি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ কলকাতায় ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ গাজীপুরে সাংবাদিক হত্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তীব্র ক্ষোভ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯০ জন সন্ধ্যায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ জেলায় সতর্কতা জারি এশিয়া কাপ বয়কট করল পাকিস্তান, কপাল খুলল বাংলাদেশের নির্বাচন বিলম্বিত করতে পিআর বাণী দিচ্ছে জামায়াত: মেজর হাফিজ তিমুরের জালে এক হালি দিয়ে বিরতিতে বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ, জামাই সহ আহত-২

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া পাকুরতিয়া বাজারের কাপড় ব্যবসায়ী মোঃ নুর-নবী (নুহু) এর ওপর হামলা চালায় কোটালীপাড়া উপজেলার শ্বশুর বাড়ির লোকজন। হামলায় আহত হন জামাই মোঃ নুর-নবী (নুহু) সহ মারামারি ঠেকাতে আসা পাশের কাপড় ব্যবসায়ী খোরশেদ আলম।

ওই এলাকায় সরেজমিনে গেলে জানা যায়, রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার সময় পূর্ব শত্রুতার জের ধরে কোটালীপাড়ার মাঝবাড়ি এলাকা থেকে এসে হঠাৎ হামলা করে হামলাকারীরা নুহুর দোকানে ঢুকে নুহুকে মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা, মোবাইল, ব্যাংকের কার্ড ছিনিয়ে নিয়ে যায়। নুহুর ওপর হামলার কথা শুনে পাশের এক কাপড় ব্যবসায়ী খোরশেদ আলম ঠেকাতে আসলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায়।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ নুর-নবী নুহু বলেন, আজ ২৮/০৪/২৪ ইং তারিখ আনুমানিক ১১.০০ টায় আমার স্ত্রী আমার শ্বশুর বড়ির লোকজনদের পাকুরতিয়া বাজারে ডেকে এনে আমার ওপর আক্রমণ করে। তারা আমাকে এলোপাথারি ভাবে কিলঘুষি মেরে আমাকে নিলা ফোলা জখম করে আমার পাশের ব্যবসায়ী খোরশে আলম মারপিট ঠেকাতে আসলে আমার শ্বশুর বড়ির লোকজন তাকেও মারপিট করে নিলাফোলা জখম করে। আমি গত ১৭ বছর আগে বিয়ে করে মালয়েশিয়ায় যাই। আমি ১৪ বছর বিদেশ থেকে গত ০৩ বছর আগে দেশে আসি আমার বাড়িতে আমার বিদেশে থাকা অবস্থায় আমার সকল টাকা-পয়সা আমি আমার স্ত্রী সাথী বেগম এর অ্যাকাউন্টে পাঠিয়েছি। গত ১৪ বছর বিদেশে থেকে টাকা-পয়সা পাঠাই। এখন আমি আমার স্ত্রীর নিকট আমার গচ্ছিত টাকা চাইলে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিশ লক্ষ টাকা দিয়েছে বলে দাবি করে উল্টো চাপ সৃষ্টি করে আমার সাথে এরূপ আচরণ করছে। আমার বিদেশ থেকে পাঠানো টাকার কোন হিসাব চাইলে ওরা দেয় না, উল্টা আমার সাথে এই সকল বাজে ব্যবহার করছে, আমাকে তারা এখনো হুমকি-ধমকি প্রদান করছে সেই সাথে তারা আমাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়। এখন আমার জীবন নিয়ে আমি মারাত্মক ঝুঁকির মধ্যে আছি।

পরে এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় নুর-নবী (নুহু) নিজে বাদী হয়ে শ্বশুর নূর মোহাম্মদ (৬০), শালক সাগর (৪০), শাশুড়ি মমতাজ বেগম (৫৫), সর্ব সাং- মাঝবাড়ি, থানা-কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ এবং স্ত্রী সাথী বেগম (৪২) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category