জামিল হায়দার জনি, নাটোর
নাটোরের লালপুরে দুর্বৃত্তরা গুলিতে করে আওয়ামীলীগ নেতা মোঃ মনজুর রহমান মঞ্জুকে হত্যা করেছেন।
৩০ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনের পাশে রবিউল ইসলামের কনফেকশনারী দোকানের সামনে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোঃ মনজুর রহমান মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয়রা খবর দেয় গোপালপুর রেলওয়ে স্টেশনের পাশে একজনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গেলে জানতে পারেন কে বা কাহারা তিনটি মোটরসাইকেলে চার থেকে পাঁচ জন এসে মনজুর মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই ভিকটিম মঞ্জুর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, দ্রুত চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতার করা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মরগে প্রেরণ করা হবে। এরপর নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহত মঞ্জুর যুবলীগ নেতা জাহারুল হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com