
এস এম দুর্জয়, গাজীপুর
দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক-মালিক ভাই ভাই,সোনার বাংলা গড়তে চাই…এস্লোগানে মহান মে দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বর্ণাঢ্য র্যালি করেছে নির্মাণ শ্রমিকরা।
১মে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবদা মোড় হইতে র্যালি শুরু করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে প্রদক্ষিণ করে শ্রীপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি:আল-আমিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলির সদস্য জনাব এ্যাড.মো:জহিরুল ইসলাম খান।এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দসহ নির্মাণ শ্রমিকরা।
Leave a Reply