পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক ২য় বর্ষের মেধাবী ছাত্র রাসেলকে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ বিষয়ে থানা পুলিশ নিহতের বোনকে বাদী করে থানায় একটি মামলা দায়ের করে দু’জন আসামীকে গ্রেফতার করেছে।
এদিকে পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্নখাতে নেয়ার অভিযোগ করেছেন নিহত রাসেলের মা এবং বোন। শহরের টাউন ক্লাব সড়কে এক মানবন্ধনে তার বোন বলেন, আমাকে ডেকে নিয়ে পুলিশ মামলা করিয়েছে আমি এ মামলা সম্পর্কে কিছুই জানিনা। এদিকে নিহত রাসেল এর মা বাদী হয়ে ১১ জনকে আসামী করে আদলতে আর একটি মামলা দায়ের করেছে।
উল্লেখ্য গত ২৩ এপ্রিল রাসেলকে কদমতলা ব্রিজের ঢালে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চিহ্নিত সন্ত্রাসীরা ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করে। পরে সেখানে তার মৃত্যু হয়।
Leave a Reply