প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৪, ৫:০৬ এ.এম
জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪

ফারহানা আক্তার, জয়পুরহাট
জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু'জন ধানকাটা শ্রমিকের মৃত্যু এবং এ ঘটনায় আহত অবস্থায় আরো ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (০৫ মে) সন্ধায় জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে পাঁচবিবির নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদরা এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.