সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন( বাজুস) এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাগেরহাট কর্মকার পট্টিতে জেলা বাজুস সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান।
বাগেরহাট জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় সহ-সভাপতি বলেন, বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভির এর প্রচেষ্টায় ঢাকায় বাজুসের নিজস্ব ভবন পাচ্ছে। সারাদেশের স্বর্ণ ব্যবসায়িদের সকল সমস্যা সমাধানে তিনি নিরলস ভাবে কাজ করে চলেছেন। আশা করছি অচিরেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
মতবিনিময় অনুষ্ঠানে বাজুসের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ উত্তম বনিক, বাজুসের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. ওয়াহিদুজ্জামান, বাজুস এক্সিকিউটিভ কে এম রাহাত ইসলাম, বাজুস জেলা কমিটির সাধারন সম্পাদক নীলয় কুমার ভদ্রসহ জেলা উপজেলা কমিটির নেতৃর্বন্দ ও স্বর্ণ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com