ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে আপন চাচার ছুরিকাঘাতে পাপিয়া নামে এক নারী নিহত হয়েছেন ।
নিহত পাপিয়া জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামেরভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে৷
শনিবার (১৭মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা। জানাযায়, নিহত পাপিয়ার চাচা দুলা মিয়া তার লোকজন ও ছেলে রাব্বিকে নিয়ে পাপিয়াদের পূর্বের বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক গাছ রোপন করতে যায়। এতে পাপিয়াসহ তার পরিবারের লোকজন বাধা দিলে কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা দুলা মিয়ার ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷
এতে পাপিয়া গুরুতর জগম হয় । পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে পাপিয়ার মৃত্যু হয় ৷ অভিযুক্ত দুলা একই গ্রামের মৃত চান্দু খলিফার ছেলে ৷ দ্রুত হত্যাকারী দুলামিয়াসহ তার সহসহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই পারভিন নামের একজনকে গ্রেফতারও করা হয়েছে ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com