ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
নির্ধারিত সময়ের আগে অনুমোদিত মেলা ভেঙ্গে দেওয়ায় গাইবান্ধা পৌর কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে আজ দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে উদ্যোক্তারা মানববন্ধন করেন ।
এর প্রেক্ষিতে মানববন্ধন পরপরই গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান, উদ্যোক্তাদের মেলার জন্য দুই দিনের অনুমোদন দেয়া হয়েছিল অনুমোদনের নির্ধারিত সময় ২দিন পার হওয়ায় ও জেলা রিটার্নিং কর্মকর্তার আদেশ এবং অতিরিক্ত পুলিশ সুপার এর পরামর্শই নারী উদ্যোক্তা মেলা বিনয় ও সম্মানের সাথে বন্ধ করে দেয়া হয়েছে।
তারা মানববন্ধন যে দাবি করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তারা না জেনে বুঝে মানববন্ধন করেছেন। এ সময় পুরো কর্তৃপক্ষ উদ্যোক্তাদের যে দুই দিনের অনুমোদন দিয়েছিলেন তার স্বপক্ষে দাপ্তরিক কাগজপত্র তুলে ধরেন ।
Leave a Reply