বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

তৃতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলায় বকুল ও ডাবলু চেয়ারম্যান নির্বাচিত

শফিকুল আলম ইমন, রাজশাহী
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৩৮ Time View

শফিকুল আলম ইমন, রাজশাহী

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর দুই উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে মোহনপুর উপজেলায় আফজাল হোসেন বকুল ও পবায় ফারুক হোসেন ডাবলু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আফজাল হোসেন আনারস প্রতিক নিয়ে ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মোমিন শাহ কাপ-পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিন বেল্লাহ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩০ হাজার ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান তালা প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ১৭৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হাবিবা বেগম পদ্মফুল প্রতিক নিয়ে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডলি আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট।

রাজশাহীর পবা উপজেলায় মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফারুক হোসেন ডাবলু আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৫৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫২৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফরিদুল ইসলাম টিউবওয়েল প্রতিক নিয়ে ১৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারীবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে পপি খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৪ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেন বানু হাঁস প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category