প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ১২:৩৩ এ.এম
কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অজ্ঞাত ভারসাম্যহীন নারী ভিক্ষুকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে কোটালীপাড়া থানা পুলিশ ভারসাম্যহীন অজ্ঞাত ষাটের্ধ্ব এক নারী ভিক্ষুকের গলাকাটা লাশ উদ্ধার করে।
অজ্ঞাত এই ভারসাম্যহীন নারী ভিক্ষুক গত ৪বছর ধরে চৌধুরী হাটে পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছে বলে স্থানীয় চৌধুরী বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কোন কারণে ভারসাম্যহীন এই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে তাহা স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ প্রশাসন এখনো জানাতে পারেনি।
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, হত্যার শিকার এই নারী গত ৪বছর ধরে চৌধুরীর হাটে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কি কারণে এই নারীকে হত্যা করা হয়েছে তাহা আমরা এখনো উদঘাটন করতে পারিনি। তবে খুব শীঘ্রই এই হত্যার কারণ উদঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদী। উদ্ধারকৃত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2026 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.